একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়ার শেষ দিন আগামীকাল সোমবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রবিবার (১১ নভেম্বর) বিকেলে ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড সভায় এই সিদ্ধন্ত হয়েছে বলে সাংবাদিকদের জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের দলীয় মনোনয়ন যারা চেয়েছেন সবার সঙ্গে সাক্ষাৎকার ১৪ নভেম্বর সভানেত্রীর কার্যালয়ে। জনগণের কাছে শ্রদ্ধার পাত্র এমন প্রার্থী ছাড়া কাউকে মনোনয়ন দেয়া হবে না।’
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘প্রার্থীদের গ্রহণযোগ্যতার বিষয়ে অনেকগুলো সার্ভে করা হয়েছে। প্রার্থীদের মনে রাখতে হবে আমাদের ঐক্যফ্রন্ট-বিএনপির বিপক্ষে লড়তে হবে। তাদের তো দুর্বল দল মনে করলে চলবে না। যারা জয়ী হতে পারবে না তাদেরকে মনোনয়নও দেয়া হবে না।’
মহাজোটের কলেবর বাড়তে পারে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘মহাজোটের সঙ্গে যুক্তফ্রন্টও যোগ দিতে পারে। আলোচনা চলছে। তবে তারা নিজেরা মনোনয়ন দেবে। আসন ভাগাভাগি হলে আমাদের প্রার্থী প্রত্যাহার করে ফেলবে। জাতীয় পার্টির সাথেও আসন ভাগাভাগি হতে পারে। আমরা এখনও আলোচনায় বসিনি, তবে ভেতরে ভেতরে বৈঠক হচ্ছে।’
ক্ষমতাসীনদের পক্ষ থেকে নির্বাচনের সময় বাড়ানোর কোনও দাবি আছে কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘সময় বাড়ানোর কোনো দাবি আমরা করিনি। আমাদের চিঠি চলে গেছে কমিশনে। নির্বাচন পেছানোর ব্যাপারে অন্য কারও দাবি থাকলে তা নির্বাচন কমিশনের এখতিয়ার। নির্বাচন কমিশন যদি সময় বাড়াতে চান, সেখানে আওয়ামী লীগের আপত্তি থাকবে না।’
নৌকা প্রতীক ১৪ দলের মধ্যেই সীমিত থাকবে বলেও জানান কাদের।