বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন , ইভিএম আওয়ামী লীগের কারচুপির মেশিন, এটা সরকারের চক্রান্তের অংশ। ইভিএম বন্ধ না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। কারচুপি করার জন্যই ৮০-১০০টি আসনে ইভিএম ব্যবহার করতে চায় সরকার ।
মঙ্গলবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন থেকে মাইনাস করতেই বেগম খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছে। জনপ্রিয়তার কারনেই তার প্রতি এত হিংসা।
তিনি আরো বলেন, বিরোধী দলের মতকে গুরুত্ব না দিয়ে ইসিকে দিয়ে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করছে সরকার।
সরকারের কৌশলের অংশ হিসেবেই ৩০ ডিসেম্বর নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে ইসি। ২৫ ডিসেম্বর বড়দিন এবং ৩১ ডিসেম্বর থার্টি ফার্ষ্ট নাইট থাকায় বিদেশি পর্যবেক্ষকরা যাতে নির্বাচন পর্যবেক্ষণে না আসতে পারে সে কারণেই ৩০ ডিসেম্বরকে নির্বাচনের তারিখ হিসেবে বেছে নেয়া হয়েছে। সকল রাজনৈতিক দলের জন্য সমতল নির্বাচনী মাঠ তৈরী করতে নির্বাচনের তারিখ ১ মাস পেছানোর দাবিও করেন তিনি।