একাদশ জাতীয় সংসদ নির্বাচন পেছানোর দাবি নিয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে যাবেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। ঐক্যফ্রন্টের নেতৃত্ব দিবেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
বুধবার (১৪ নভেম্বর) দুপুর ১২টায় রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে যাবেন তারা। এসময় প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদাসহ নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করবেন।
মঙ্গলবার (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে জোটের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।
এছাড়াও আগামী ১৬ নভেম্বর প্রিন্ট মিডিয়ার সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করা হবে বলেও জানান বিএনপির মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে আগ্রহী নয়। তফসিল এক মাস পেছানোর দাবি অন্তত জরুরি। ভোটগ্রহণের যে তারিখ নির্ধারণ করা হয়েছে, সে সময় বড়দিনের ছুটি থাকবে। বিদেশি পর্যবেক্ষকদের এখানে আসার সুযোগ থাকবে না।’