তৃতীয় দিনের মত জাপার মনোনয়ন বিক্রি ও জমা

জাতীয় পার্টি

একাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে তৃতীয় দিনের মত জাতীয় পার্টির মনোনয়ন বিক্রি ও জমা দেয়া চলছে। এ কার্যক্রম আজ শেষ হওয়ার কথা থাকলেও ১৫ নভেম্বর পর্যন্ত সময় বাড়িয়েছে দলটি। গত দু’দিনে জাতীয় পার্টি ১ হাজার একশ’ ১৫টি মনোনয়ন বিক্রি করেছে।

তৃতীয় দিনেও জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে আসেন দেশের বিভিন্ন অঞ্চলের মনোনয়ন প্রত্যাশীরা।

একযোগে ৩’শ আসনে অথবা মহাজোটের সঙ্গে যেভাবেই দল নির্বাচনে অংশ নিক মনোনয়নের বিষয়ে দলের সিদ্ধান্ত মেনে নেবেন তারা।

দলের মহাসচিব জানিয়েছেন, শিগগিরই মহাজোটের সাথে আসন বন্টন নিয়ে সমঝোতা হবে জাতীয় পার্টির।

জাতীয় পার্টির তিন দিন মনোনয়ন বিক্রি ও জমা দেয়া চলার কথা থাকলেও ১৫ তারিখ পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। নতুন শিডিউল অনুযায়ী ১৬ তারিখ মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেবে দলের পার্লামেন্টারি বোর্ড।