বিএনপি জোট সরকারের সাবেক সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী ও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী বিএনপির মনোনয়নপত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরি) আসনের জন্য তিনি এই মনোনয়নপত্র দাখিল করেন।
পল্টনে বিএনপির কার্যালয়ে উপস্থিত নেত্রকোনা জেলা বিএনপির সদস্য এম,এ সাত্তার গণমাধ্যমকে বলেন, তাহমিনা জামান শ্রাবণী গত মঙ্গলবার বিএনপির নয়াপল্টন কার্যালয় থেকে নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরি) আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং আজ বৃহস্পতিবার দুপুরে তা দাখিল করেন।
সাবেক প্রতিমন্ত্রী বাবর ১৯৯১ সালে ওই আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে জয়ী হন। তবে ১৯৯৬ সালের নির্বাচনে জয়ী না হলেও ২০০১ সালে তিনি আবার নির্বাচিত হয়ে জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হন। নবম জাতীয় সংসদ নির্বাচনে বাবর বিএনপির মনোনয়ন বঞ্চিত হন। তবে জেল থেকে স্বতন্ত্র নির্বাচন করে অল্প ভোটের ব্যবধানে রেবেকা মোমেনের কাছে হেরে যান।
এ আসনের বর্তমান এমপি আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী আবদুল মমিনের স্ত্রী রেবেকা মমিন। এ আসনে ২ লাখ ৯৮ হাজার ২ জন ভোটার রয়েছে ।