বিএনপির মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ দিনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ছিল মনোনয়ন প্রত্যাশীদের উপচেপড়া ভিড়। মনোনয়ন প্রত্যাশীরা বলছেন, বেগম জিয়ার মুক্তি আর তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে আন্দোলনের অংশ হিসেবে তারা নির্বাচনে অংশ নিচ্ছেন।
রোববার থেকে শুরু হবে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ।
এর আগে নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে ১২ নভেম্বর থেকে শুরু হয় মনোনয়ন ফরম বিক্রি ও জমাদান কার্যক্রম। শেষ দিনে নির্ধারিত সময়ের আগে থেকেই নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফরম জমা দিতে আসতে থাকেন মনোনয়ন প্রত্যাশীরা।
মনোনয়ন ফরম জমা দেয়ার জন্য খোলা হয় ৫টি বুথ। শেষ দিনে হাতে গোণা কয়েকজন মনোনয়ন ফরম কিনেছেন। অধিকাংশই জমা দিয়েছেন।
ব্রিফিংয়ে দলের নেতারা অভিযোগ করেন, নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করছে।
বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে রোববার থেকে রংপুর ও রাজশাহী বিভাগ দিয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া শুরু হবে।