নিরপেক্ষতায় কাউকে ছাড় নয় : কমিশনার শাহাদাত

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষতার বিষয়ে কোনো দলকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন। আজ শনিবার সকালে কমিশন ভবনে নির্বাচন সংশ্লিষ্ট তিনটি সফটওয়ার-এর প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শাহাদাত হোসেন বলেন, ‌‘নিরপেক্ষতার বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। নিরেপক্ষতা যেকোনো নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ। দলমত নির্বিশেষে যারাই নির্বাচনে অংশগ্রহণ করুক না কেন আপনারা আপনাদের নিরপেক্ষতা বজায় রাখবেন। ’

তিনি আরও বলেন, ‘যার যার অবস্থান থেকে আমাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। এ নির্বাচন যাতে গ্রহণযোগ্য হয়, সে ব্যাপারে সবাইকে সচেষ্ট থাকতে হবে।’

এ সময় নির্বাচন কমিশন কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন চায় না বলেও মন্তব্য করেন শাহাদাত হোসেন।

এর আগে গতকাল শুক্রবার সহকারী রিটার্নিং অফিসারদের এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছিলেন, ‘শতভাগ সুষ্ঠু নির্বাচন কোনো দেশেই হয় না, আমাদের দেশেও হবে না। আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন চাই, যেটা সব প্রশ্নের ঊর্ধ্বে থাকে।’