একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার একটি আসনে লড়াইয়ের জন্য দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও দলটির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি যুগ্ম-মহাসচিব হাবীব-উন নবী খান সোহেল।
শুক্রবার শেষ দিনে তারা ঢাকা-৮ আসনে দলীয় সমর্থন পেতে মনোনয়ন ফরম জমা দেন।
অবশ্য মির্জা আব্বাস ঢাকা-৮ আসন ছাড়াও ঢাকা-৯ আসনের মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
মতিঝিল, রমনা ও শাহবাগ এলাকার একাংশ নিয়ে ঢাকা-৮ আসন গঠিত।
সেনা সমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ২০০৮ সালে ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী ছিলেন হাবীব-উন নবী খান সোহেল।
স্বেচ্ছাসেবক দলের সাবেক দফতর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু পরিবর্তন ডটকমকে বলেন, ‘সোহেল ভাই আগেও ঢাকা-৮ আসনে দল থেকে মনোনয়ন পেয়েছিলেন। তিনি এবারও এখান থেকেই ধানের শীষ প্রতীক নিয়ে লড়তে চান।’