একাদশ জাতীয় নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান যে ধরনের সিদ্ধান্ত নিবেন তা পার্টির সকলে মেনে নিবেন বলে আশ্বস্ত করেছেন মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।
একই সাথে পার্টির চেয়ারম্যানকে আশ্বস্ত করেছেন, ‘যেকোন সিদ্ধান্তে পার্টির কেউ আপনাকে (এরশাদ) ছেড়ে যাবেন না। কারণ আপনাকে সবাই বিশ্বাস করেন।
মঙ্গলবার (২০ নভেম্বর) জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়ার পূর্বে স্বাগত বক্তব্যে তিনি এভাবে আশ্বস্ত করেন। এসময় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ উপস্থিত ছিলেন।
এরশাদকে উদ্দেশ্য করে জাপা মহাসচিব বলেন, ‘বৃহত্তর স্বার্থে মহাজোট কিংবা অন্য কোন জোটে আপনি (এরশাদ) যাবেন কিনা সেটা একান্ত আপনার সিদ্ধান্ত। আপনি নির্ভুল পথে হাঁটছেন।’
জাতীয় নির্বাচনে জাপা চেয়ারম্যানের সিদ্ধান্ত অনেক বড় প্রভাব ফেলবে এমন কথা উল্লেখ করে রুহুল আমিন হাওলাদার বলেন, ‘বহু বছর ধরে সংগ্রাম করে আজকের এই অবস্থানে জাপা এসেছে। আপনি (এরশাদ) যে সিদ্ধান্ত নিবেন তা সবাই মেনে নিবে।’
তিনি জানান, ‘জাপা থেকে ২ হাজার ৮৬৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে। তার মধ্যে প্রাথমিক বাছাই করে ৭৮০ জন প্রার্থীর সাক্ষাৎকার নেয়া হবে।
তিনি আরো জানান, ‘এখান থেকে ৩০০ আসনের প্রার্থী নির্ধারণ হবে। তবে দেশের স্বার্থে এরশাদ যে সিদ্ধান্ত নিবেন তা সবাইকে মেনে নিতে হবে।’
মহাসচিব বলেন, ‘প্রত্যাশা সবার থাকবে, সবাই দলের হয়ে কাজ করছেন। তবে পার্টি চেয়ারম্যানের সিদ্ধান্ত সবাইকে মেনে নিতে হবে।’
এ সময় জাপা চেয়ারম্যান ছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জি এম কাদের প্রমুখ।
উল্লেখ্য, ১৪ নভেম্বর থেকে জাতীয় পার্টির মনোনয়নপত্র বিক্রি শুরু হয়ে মেয়াদ বাড়িয়ে শেষ হয় ১৭ নভেম্বর। মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ পর্ব চলবে ২০ ও ২১ নভেম্বর গুলশান ইমানুল কনভেশন হলে।