বিকল্প ধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহি বি. চৌধুরী বলেছেন, বিএনপি-জামায়াতের নতুন জোট ‘ঐক্যফ্রন্ট’ নির্বাচন থেকে বের হয়ে যাওয়ার পাঁয়তারা করছে। রবিবার (২৫ নভেম্বর) আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
মাহি বলেন, ‘আমরা আমাদের কর্মকৌশল নিয়ে আলোচনা করেছি। কিভাবে আমরা নির্বাচনের মাঠে নামবো। দেশের সর্বত্র নির্বাচনে পরিবেশ বিরাজ করছে। এমন কোনো পরিবেশ সৃষ্টি হয়নি, যে তারা ( ঐক্যফ্রন্ট) নির্বাচন থেকে বেরিয়ে যাবে।’
তিনি বলেন, ‘আমরা একটি অংশ গ্রহণের নির্বাচন করে দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে চাই। কোন কর্মপদ্ধতিতে এগিয়ে যাবে। সে বিষয় নিয়ে আলোচনা করেছি।’
বিএনপি নির্বাচন থেকে বের হয়ে যাবে এই আশঙ্কা কেন করছেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মাহি বলেন, ‘বিএনপির বক্তব্যগুলোই আমাদের এ আশঙ্কার কারণ। যারা রাজনীতি বুঝে তারা জানে তাদের ( ঐক্যফ্রন্ট) নেতাদের মাথায় অন্য কোনো বুদ্ধি আছে। এ জন্য আমাদের কর্মকৌশল ঠিক করতে হচ্ছে।’
তিনি বলেন, ‘আমরা দেশে অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন নিশ্চিত করবো।’
বিকল্প ধারা কয়টি আসন চাচ্ছে? এমন প্রশ্নের জবাবে মাহি বলেন, ‘আমরা দেশের মানুষের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে। তিনশ আসনে সবাই মিলে নির্বাচন করবো।’