এবার মনোনয়ন পাননি প্রতিমন্ত্রী তারানা হালিম। একাদশ সংসদ নির্বাচনে তিনি টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনে মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক আহসানুল ইসলাম টিটু। বর্তমান সংসদ সদস্য খন্দকার আবদুল বাতেনও মনোনয়ন থেকে বাদ পড়েছেন।
তবে দলের চূড়ান্ত সিদ্ধান্তে মনোনয়ন না পাওয়ায় এ নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে অনেক প্রশ্ন দেখা দেয়।
২০০৯ সালে তারানা হালিম জাতীয় সংসদের সংরক্ষিত আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে প্রথম নির্বাচিত হন। দশম সংসদেও তিনি নারী সংরক্ষিত আসনের এমপি হোন। নবম জাতীয় সংসদে তিনি ‘সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়’ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যের দায়িত্ব পালন করেন।
পরে তাকে প্রথমে ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়। গত ২ জানুয়ারি মন্ত্রিসভায় নতুন চারজনের শপথ নেয়ার পর দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রীর দফতর পুনর্বণ্টন করেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে সরিয়ে তারানা হালিমকে করা হয় তথ্য প্রতিমন্ত্রী।