এখন পর্যন্ত দলীয়ভাবেই মনোনয়ন দেয়া হচ্ছে। শিগগির সব দলের সঙ্গে আলোচনা করে ঐক্যফ্রন্টের প্রার্থী চূড়ান্ত করা হবে। বললেন ড. কামাল হোসেন।
মঙ্গলবার সকালে বেইলি রোডের নিজ বাসায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এর আগে ড. কামাল হোসেনের বাসায় তার সঙ্গে একান্ত বৈঠক করেন জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কামাল হোসেন বলেছেন, দলীয়ভাবে মনোনয়নপত্র জমা দেয়া হচ্ছে, পরবর্তী সময় আলোচনা সাপেক্ষে জাতীয় ঐকফ্রন্টের প্রার্থী চূড়ান্ত করা হবে। সময় স্বল্পতার জন্য এখনও আলোচনা সম্ভব হয়নি। তাই আলাদা আলাদা মনোনয়ন দেয়া হচ্ছে। পরে বসে এগুলোকে সমন্বয় করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের আগেই সব ঠিক হয়ে যাবে।
বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ইভিএম বাতিল না করায় নির্বাচন বর্জন নয়, যে কোনো মূল্যে নির্বাচনে যাব। নির্বাচনী মাঠ ছাড়ব না।