সংশ্লিষ্ট নির্বাচন কমিশনের কার্যালয়ে দলগতভাবে ১১১টি আসনে মনোনয়নপত্র জমা দেবে বলে জানিয়েছে গণফোরাম। আজ মঙ্গলবার গণফোরামের কার্যনির্বাহী কমিটির সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আমাদের সময়কে এ তথ্য জানান।
অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ‘আমরা প্রতীক বরাদ্দের আগেই কতটা আসনে জোটগতভাবে করব সেটা নির্ধারণ হবে। আমরা কোনো আসন নিয়ে অনঢ় অবস্থানে নেই। আশা করি, বেশ কয়েকদিন সময় আছে; এর মধ্যেই আসন বিন্যাস ঠিক হয়ে যাবে। ’
এর আগে মনোনয়ন চূড়ান্ত করতে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বেইলি রোডে ড. কামাল হোসেনের বাসায় এক রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে জাতীয়
ঐক্যফ্রন্টের মুখপাত্র বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ও গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে ড. কামাল সাংবাদিকদের বলেন, ‘যেহেতু আমরা ঐক্যবদ্ধ আন্দোলন করছি। তাই তাদের লিস্ট ও আমাদের লিস্ট নিয়ে বসা হয়েছিল।’
দলীয়ভাবে মনোনয়ন জমা দেওয়া হচ্ছে, পরবর্তীতে আলোচনা সাপেক্ষে জোটগত প্রার্থী চূড়ান্ত করা হবে বলেও জানান গণফোরামের সভাপতি।