বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি।
আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৫টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে উপস্থিত আছেন ইইউ এর নির্বাচন বিশেষজ্ঞ ডেভিড নোয়েল ওয়ার্ড ও ইটনি মারিয়া গৌনারি। এছাড়াও ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত রেন্সজে তেরিংকও সেখানে উপস্থিত আছেন৷
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দীন আহমদ প্রমুখ উপস্থিত আছেন।
আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের এই দুইজন নির্বাচন বিশেষজ্ঞ গত ২৭ নভেম্বর থেকে ঢাকায় আছেন।
তারা নির্বাচনের আগে ও পরে বাংলাদেশে অবস্থান করবেন। ১৫ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করে নির্বাচন পর্যবেক্ষণ করবেন।
এর আগে দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সদস্যরা।
যদিও এরই মধ্যে ইইউ ঘোষণা করেছে, তারা বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না।
বুধবার প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ওই বিশেষজ্ঞরা সাক্ষাত করেছেন। বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে ইইউ ঘোষণা করেছে, তারা বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না। তবে তাদের প্রতিনিধি থাকবেন।