আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্ট ও বিএনপির ইশতেহারে তারুণ্যের চিন্তার প্রতিফলন ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
সোমবার বিকালে রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন।
এর আগে তিনি কোটা সংস্কার আন্দোলনের নেতাদের কাছ থেকে তারুণ্যের ইশতেহার ভাবনা গ্রহণ করেন।
এসময় রিজভী বলেন, এই ইশতেহারের যতটুকু পড়েছি তাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঘোষিত ভিশন ২০৩০ এর প্রতিফলন ঘটেছে। আজকে গণতন্ত্র সংকুচিত। তাই এই তারুণ্যদ্বিপ্তদের শক্তির স্ফুরণ ঘটাতে হবে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাদের মতামত রাজনৈতিক দলগুলোর কাছে তুলে ধরছে।
আমি আশাকরি জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি তাদের ইশতেহারে তরুণদের এই ইশতেহার সন্নিবেশিত করে তরুণদের চিন্তার প্রতিফলন ঘটাবে।
রিজভী আরও বলেন, আমি অনুরোধ করব যাতে ইশতেহারে তাদের দাবির প্রতিফলন ঘটে।