জাতীয় পার্টির সদ্য সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদারের পক্ষে তার আইনজীবী নির্বাচন কমিশনে প্রার্থীতা ফিরে পেতে আবেদন করেছেন।
মঙ্গলবার দুপুরে হাওলাদারের পক্ষে আইনজীবী নজরুল ইসলাম এ আবেদন জমা দেন।
প্রার্থীতা ফিরে পেতে আবেদন করার পর নজরুল ইসলাম বলেন, ‘পটুয়াখালী-১ আসনে রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র ঋণখেলাপির অভিযোগে বাতিল হয়েছে।
কিন্তু আমরা ৮ নভেম্বর (তফসিল ঘোষণার দিন) নির্বাচন কমিশনকে জানিয়েছি উনি ঋণখেলাপি নন। নিয়ম মেনেই উপযুক্ত প্রমাণাদিসহ আপিল করা হয়েছে।’
আপিলের দ্বিতীয় দিনে বেলা ২টা পর্যন্ত ১১৫ জন আপিল করেছেন। ৩০৬৫টি মনোনয়নপত্র জমার পর রোববার বাছাইয়ে বাতিল হয় ৭৮৬টি।
এর মধ্যে সোম ও মঙ্গলবার দুদিন মিলিয়ে দুই শতাধিক ব্যক্তি প্রার্থিতা ফিরে পেতে আবেদন করেন। আজ মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে। বুধবারও আপিল আবেদন জমা নেবে ইসি।