আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিল শুনানি গ্রহণ করছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ শুনানি শুরু হয়।
প্রথম দিনে ১৬০ জনের মধ্যে ৮০ জনকে বৈধ ঘোষণা করেছে ইসি, বাতিল করা হয়েছে ৭৬ জনকে এবং স্থগিত করা হয়েছে ৪ জনকে। নির্বাচন কমিশনের যুগ্ম-সচিব ( চলতি দায়িত্ব) এস এম আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরীর উপস্থিতিতে আপিল শুনানি গ্রহণ করা হয়েছে। এদিন মোট ১৬০ জন আবেদনকারীর আপিল শুনানি গ্রহণ করা হয়েছে।
মনোনয়নপত্র বাতিল হলো যাদের: চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের নবাব মো. শামসুল হুদা, খাগড়াছড়ির আব্দুল ওয়াদুদ ভূইয়া, ঝিনাইদহ-১ এর আবদুল ওহাব, সাতক্ষীরা-২ এর আফসার আলি, মাদারীপুর-৩ এর মো. আবদুল খালেক, দিনাজপুর-২ মোকারম হোসেন, দিনাজপুর-৩ সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-১ এর মো. পারভেজ হোসেন, ঠাকুরগাঁও-৩ এর এস এম খলিলুর রহমান, ফেনী-১ এর মিজানুর রহমান, কিশোরগঞ্জ-৩ এর ড. মিজানুল হক, ময়মনসিংহ-৪ এর আবু সাইদ মহিউদ্দিন, নেত্রকোনা-১ এর মো. নজরুল ইসলাম, পঞ্চগড়-১ এর মো. তৌহিদুল ইসলাম, ময়মনসিংহ-২ এর মো. এমদাদুল হক, খুলনা-২ এর এস এম এরশাদুজ্জামান, ঢাকা-১ এর মো. আইয়ুব খান, বগুড়া-৩ এর মো. আব্দুল মুহিত, বগুড়া-৬ এর এ কে এম মাহবুবুর রহমান, রাঙামাটির অমর কুমার দে, বগুড়া-৪ এর আশরাফুল আলম (হিরো আলম), ঢাকা-১৪ এর সাইফুদ্দিন আহমেদ, সাতক্ষীরা-১ এর এস এম মুজিবর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-৩ এর মো. বশির উল্লাহ, নওগাঁ-৪ এর মো. আফজাল হোসেন, মৌলভীবাজার-২ এর মহিবুল কাদির চৌধুরী, ফেনী-৩ এর হাসান আহমদ, ময়মনসিংহ-১০ এর মো. হাবিবুল্লাহ, জামালপুর-৪ এর মোহা. মামুনুর রশিদ, বগুড়া-২ এর আব্দুল কাশেম, নীলফামারী-৪ এর মো. আমজাদ হোসেন, নীলফামারী-৩ এর মো. ফাহমিদ ফয়সাল চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ এর আখতার হোসেন, ল²ীপুর-২ এর আবুল ফয়েজ ভূইয়া, কুমিল্লা-১০ এর আবুল কালাম আজাদ, কুমিল্লা-২ এর মো. সারওয়ার হোসেন, কুমিল্লা-৪ এর মাহবুবুল আলম, নোয়াখালী-৩ এর এইচ আর এম সাইফুল ইসলাম, ফেনী-১ মো. নূর আহমদ মজুমদার।
প্রার্থীতা ফিরে পেয়েছেন যারা : শেরপুর-২ আসনের একেএম মুখলেসুর রহমান, হবিগঞ্জ-৪ আসনের মৌলানা মুহম্মদ ছোলাইমান খান রাব্বানী, নাটোর-৪ আসনের মো. আলাউদ্দিন মৃধা, কুড়িগ্রাম-৪ আসনের ইউনুছ আলী, বরিশাল-২ আসনের মো. আনিছুজ্জামান, ঢাকা-৫ আসনের মো. সেলিম ভূঁইয়া, কুমিল্লা-৩ আসনের কে এম মুজিবুল হক, সিলেট ৫ আসনের ফয়জুল মুনীর চৌধুরী, ময়মনসিংহ-৩ আসনের আহাম্মদ তায়েবুর রহমান, ঝিনাইদহ-৪ আসনের আব্বুল মান্নান, ব্রা²ণবাড়িয়া-৩ সৈয়দ আনোর আহাম্মদ লিটন, ব্রা²ণবাড়িয়া-৫ আসনের মো. মামুনুর রশিদ, ব্রা²ণবাড়িয়া-২ আসনের আবু আসিফ, ঢাকা-১৪ আসনের জাকির হোসেন, পঞ্চগড় ২ আসনের ফরহাদ হোসেন, মানিকগঞ্জ-৩ আসনের মো. আতাউর রহমান, ময়মনসিংহ-৮ আসনের এম এ বাশার, ঢাকা-১৪ আসনের সৈয়দ আবু বকর সিদ্দিক, কুড়িগ্রাম-৩ আসনের আব্দুল খালেক, কুড়িগ্রাম-৪ আসনের মো. মাহফুজুর রহমান, চট্টগ্রাম-১ আসনের নুরুল আমীন, ব্রা²ণবাড়িয়া-২ আসনের মুখলেছুর রহমান, ল²ীপুর-১ আসনের মাহবুব আলম, কুমিল্লা-৫ আসনের মো. ইউনুছ, চাঁদপুর-৫ আসনের নেয়ামুল বশির, বরিশাল-২ আসনের মোয়াজ্জেম হোসেন, চট্টগ্রাম-৩ আসনের মোস্তফা কামাল পাশা, ব্রা²ণবাড়িয়ার মো. আশফাকউদ্দিন।