খালেদা জিয়ার প্রার্থিতা বৈধ নয়: ইসি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রার্থিতা অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বগুড়া ৬ ও ৭ এবং ফেনী-১ এই তিন আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তিনি।

আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে আজ শনিবার বিকেলে নির্বাচন কমিশন এ রায় দেয়।

এর আগে ঢাকা-৮ আসনে বিএনপি নেতা মির্জা আব্বাস ও ঢাকা-৯ আসনে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। অপরদিকে ঢাকা-১৭ আসনে সাবেক মন্ত্রী তৃণমূল বিএনপির সভাপতি নাজমুল হুদার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে তিনি নৌকা মার্কায় নির্বাচন করতে পারবেন না। তাকে স্বতন্ত্র প্রার্থী ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে চেয়েছিলেন।

নাজমুল হুদার নিজের দলের নিবন্ধন না থাকায় এবং মনোনয়নপত্রে কোনও দলের নোমিনেশানপেপার বা দলের নাম উল্লেখ না থাকায় রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাতিল করেছিলেন।