একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসনের প্রার্থী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আমানউল্লাহ আমানের ছেলে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিসহ তার কর্মীরা নির্বাচনী প্রচারণা চালাতে গেলে পুলিশ ও ছাত্রলীগের কর্মীরা হামলা করে। সেই আহত কর্মীদের নিয়ে সিইসির কাছে অভিযোগ জানাতে এসেছিলেন অমি।
নির্বাচনী এলাকায় তিনি গণসংযোগ চালাতে গেলে তার উপর হামলা হয়েছে বলে অভিযোগ করেন ইসিতে।
সোমবার রাজধানীর নির্বাচন ভবনে গিয়ে প্রধান নির্বাচন কমিশন (সিইসি) কে এম নূরুল হুদার কাছে লিখিত অভিযোগে একথা জানানো হয়েছে। হামলায় আহত ব্যক্তিদের নিয়ে তিনি সেখানে যান।
অভিযোগ উল্লেখ করা হয়, তিনি ঢাকা-২ আসনের জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী। সোমবার তিনি সাভার উপজেলার আমিনবাজারে গণসংযোগ চালাতে গেলে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে হামলা ও গাড়ি ভাঙচুর করে। এতে তার অনেক নেতাকর্মী আহত হন। এমনকি পুলিশ অনেককে গ্রেপ্তার করে।
চিঠিতে তিনি গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবি করেন। আহত কর্মীদের সুচিকিৎসা ও ভাংচুরকৃত গাড়ির ক্ষতিপূরণও চান।
লিখিত দাবিতে তিনি আরও উল্লেখ করেন, এর আগেও আমি এই ধরনের অভিযোগ করেছিলাম। কিন্তু প্রধান নির্বাচন কমিশনারের কাছে কোনও প্রতিকার পাইনি।