যুক্তফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, নির্বাচন কমিশন যে ধরনের বাকশালী আচরণ করছে তাতে দুই একদিনের মধ্যে তারা কোনও পদক্ষেপ না নিলে, আমরা সিদ্ধান্ত নেব কি করবো। আমরা দুই দিনের মধ্যে সেনা মোতায়েন চাই। তবে পরিস্থিতি যাই হোক আমরা শেষ পর্যন্ত নির্বাচনে থাকবো। ভোটকেন্দ্রে লাশ যাবে তবুও নির্বাচন বর্জন করবো না।
আজ সোমবার বিকেলে আগারগাঁওস্থ নির্বাচন কমিশন কার্যালয় থেকে ইসির সঙ্গে বৈঠক শেষে বের হয়ে তিনি উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি আরও বলেন, আমি ১৯৭০ সালে বঙ্গবন্ধুর নির্বাচনী এজেন্ট ছিলাম। সে সময়ে এমন পরিস্থিতি দেখিনি। আপনাদের কাছে আমার প্রশ্ন, শুধু একটি দলের প্রচারণা দেখছেন আর
কোনও দলের পোস্টার দেখা যাচ্ছে না কেন? আপনারা যদি ধানের শীষের একটি পোস্টারও দেখাতে পারেন, তাহলে আমাকে জানাবেন। আমি গিয়ে দেখে আসবো।