ইশতেহারে বয়সভিত্তিক ১৭ অঙ্গীকার বিএনপির

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ইশতেহার ঘোষণা করছে বিএনপি। এতে বয়সভিত্তিক ১৭টি অঙ্গীকার করেছে দলটি, যা সরকার গঠন করতে পারলে বাস্তবায়ন করা হবে।

মঙ্গলবার বেলা ১১টা ২৫ মিনিটে রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে ইশতেহার জাতির সামনে তুলে ধরেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে নির্বাচনী ইশতেহার প্রকাশ শুরু করে বিএনপি।

১৯৯১ সাল থেকে শুরু করে প্রতিটি নির্বাচনে দলের নির্বাচনী ইশতেহার জাতির সামনে তুলে ধরেছেন খালেদা জিয়া। এবার তিনি কারাগারে থাকায় তার পক্ষে মহাসচিব ইশতেহার তুলে ধরেন।

শিশু, কিশোর-কিশোরী, তরুণ-তরুণী, যুবক-যুবতী ও বৃদ্ধ-বৃদ্ধা— এই পাঁচটি ক্যাগারিতে ১৭টি অঙ্গীকার করেছে বিএনপি। এগুলো হলো—

শিশু

১. জিডিপির ৫ শতাংশ স্বাস্থ্যখাতে বরাদ্দ

২. শিশুদের ডায়াবেটিস ও বেড়ে ওঠাজনিত সমস্যার সমাধান

৩. পুষ্টি নিরাপত্তা

কিশোর-কিশোরী

৪. জিডিপির ৫ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ

৫. নিরাপদ সড়ক নিশ্চিতকরণ

৬. প্রতি জেলায় ক্রীড়া একাডেমি স্থাপন

তরুণ-তরুণী

৭. ইয়ুথ পার্লামেন্ট প্রতিষ্ঠা

৮. মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা

৯. ইন্টারনেটকে সূলভ করা ও এর গতি বৃদ্ধি করা

১০. স্বল্প সুদে শিক্ষা ঋণ

যুবক-যুবতী

১১. প্রথম ৩ বছরে ২ লাখ সরকারি চাকরি

১২. আগামী ৫ বছরে ১ কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি

১৩. ২০ বছর মেয়াদী বিশেষ ঋণ সুবিধা

১৪. তথ্য প্রযুক্তি ও কৃষিখাতে বিশেষ প্রণোদনা

১৫.নারীর মর্যাদা ও সম্পত্তির ন্যায়সঙ্গত উত্তরাধিকার নিশ্চিতকরণ

বৃদ্ধ-বৃদ্ধা

১৬. সার্বজনীন পেনশন ব্যবস্থা চালু করা

১৭. অসহায় বয়স্কদের ভাতার পরিমাণ বৃদ্ধি

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে মূল মঞ্চে মির্জা ফখরুলের পাশে আছেন, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এ ছাড়া বিএনপির ভাইস-চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, সেলিমা রহমান, অ্যাডভোকেট আহমদ আযম খান, ডা. এজেডএম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমেদ, অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী, অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপক সুকোমল বড়ুয়া, ড. দিলার চৌধুরী, অধ্যাপক তাজমেরি এস ইসলাম প্রমুখ উপস্থিত আছেন।

এর আগে গতকাল সোমবার বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট তাদের ইশতেহারে নির্বাচনে জিতে সরকার গঠন করতে পারলে ৩৫টি প্রতিশ্রুতি বাস্তবায়নের করা তুলে ধরেন।