নির্বাচনের দিন ভোটকেন্দ্রে কোনও দল ও মত কিংবা ব্যক্তি বিশেষ পছন্দের কোনও প্রভাব যাতে না পড়ে সেদিকে সতর্ক থাকতে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা। পাশাপাশি তিনি ভোটারদের ভোট প্রদানের ক্ষেত্রে ও অন্যান্য কোনও প্রভাব যেন না পরে সেদিকটাও নিশ্চিত করারও নির্দেশ দেন।
আজ মঙ্গণবার রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ইনিষ্টিটিউটে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিন পার্বত্য জেলার আইন শৃঙ্খলা বিষয়ক সভায় এ নির্দেশ দেন কেএম নূরুল হুদা।
সভায় নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাৎ হোসেন, নির্বাচন কমিশনের সচিব মো. হেলাল উদ্দিন আহমেদ, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি গোলাম ফারুক, চট্টগ্রাম ২৪ পদাতিক ডিবিসনের চৌধুরী মো. আজিজুল হক হাজারী।
আইনশৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন তিন পার্বত্য জেলার, তিন জেলা প্রশাসক, তিন পার্বত্য জেলার রিজিয়ন কমান্ডার, তিন পার্বত্য জেলার বিজিবি কমান্ডার, তিন জেলার পুলিশ সুপার, সহকারী নির্বাচন রিটানিং কর্মকর্তাসহ নির্বাচনে আইনশৃঙ্খলায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।