প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে প্রত্যাহার করে নতুন নিরপেক্ষ সিইসি নিয়োগ দিতে রাষ্ট্রপতির কাছে দাবি জানিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
আজ বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২০দলীয় জোটের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ দাবি জানান জোটের প্রধান সমন্বয়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে সুনির্দিষ্ট অভিযোগ জানানোর পরও তিনি ব্যবস্থা না নিয়ে হামলাকারীদের পক্ষে সাফাই গেয়েছেন। আমরা রাষ্ট্রপতির কাছে আবেদন করছি, বর্তমান সিইসিকে প্রত্যাহার করে একজন নিরপেক্ষ ব্যক্তিকে ওই পদে নিয়োগ দিন।
নজরুল ইসলাম খান বলেন, সরকার গণতন্ত্রকে বাধাগ্রস্ত করছে। সরকারি দলের লোকেরা আমাদের মারছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো আমাদের বিরুদ্ধেই মামলা হচ্ছে। সরকার গণতন্ত্রকে নির্দিষ্ট গতিতে চলতে দিচ্ছে না। এমনকি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারাও তাদের হামলা থেকে রেহায় পাচ্ছে না। কয়েকটি স্থানে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ওপর হামলা হয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষে নয়, তারা নিজ দলের স্বার্থের পক্ষে কাজ করে। তবে আমার প্রত্যাশা করি, জাতির প্রয়োজনে, গণতন্ত্রের স্বার্থে দেশপ্রেমি সেনাবাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মোহম্মদ ইসহাক, জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল হালিম, লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসান, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান এডভোকেট আজহারুল ইসলাম, বাংলাদেশ কল্যান পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান, পিপলস
পার্টির মহাসচিব সৈয়দ মাহবুব হোসেন, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মহিউদ্দিন একরামসহ অন্যরা।