পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোবাইল ইন্টারনেটের থ্রিজি ও ফোরজি সেবা বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বৃহস্পতিবার রাতে দেশের সব মোবাইল ফোন অপারেটরকে এ নির্দেশ দিয়েছে বিটিআরসি।
নাম পরিচয় না করার শর্তে বিটিআরসির এক কর্মকর্তা আমাদের সময়কে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘এরই মধ্যে থ্রিজি ও ফোরজি বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে।’
এ বিষয়ে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) মহাসচিব এমদাদুল হক জানান, আমরা আশা করব আমাদের ইন্টারনেট সেবা বন্ধ করা হবে না। কেননা ব্যবসায়িক কাজে এই ইন্টারনেট ব্যবহার করা হয়। এর মাধ্যমে গুজব ছড়ানোর সুযোগ কম। কেউ গুজব ছড়ালে তাকে সহজে চিহ্নিত করাও সম্ভব।
তবে থ্রি জি ও ফোর জি নেটওয়ার্ক বন্ধ করা নিয়ে কোনো মন্তব্য করেননি আইএসপিএবি’র মহাসচিব।