দীর্ঘলাইনে ৩ ঘন্টার বেশি সময় দাঁড়িয়ে ছিলেন। কিন্তু ভোটকেন্দ্রেই ঢুকতে পারেননি অধিকাংশ ভোটার। রোববার সকাল থেকেই এই অবস্থা চলছে। কেন্দ্রের ভেতরে ঢুকতে সাংবাদিকদেরও বাধা প্রদান করা হয়। ঢাকা-১৫ আসনের মনিপুর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ চিত্র দেখা গেছে।
ভোটারদের অভিযোগ, মনিপুর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রটির তিন গেইটেই ধানের শীষ ও নৌকার প্রার্থীরা অবস্থান করায় এমন জটিলতা তৈরি হয়েছে।
রোববার দুপুর ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, মনিপুর উচ্চ বিদ্যালয়ের গেটে অবস্থান নিয়েছে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী কামাল আহমেদ মজুমদারের কর্মী সমর্থকরা। সেখানে পুলিশও গেইট বন্ধ করে দিয়ে অবস্থান করছে।
অন্যদিকে পেছনের দুই গেইটেই অবস্থা নিয়েছে ধানের শীষ নিয়ে নির্বাচনে প্রার্থী জামায়াতের সেক্রোটারি জেনারেল ড. শফিকুর রহমানের কর্মী সমর্থকরা। শেওড়াপাড়া ফুটওভার ব্রিজ সংলগ্ন ভোট কেন্দ্রটিতে ঢুকতে ভোটারদের দীর্ঘ লাইন গিয়ে ঠেকেছে মিরপুর-১০ গোলচত্বর অবধি।
কেন্দ্রটির লাইনে দাঁড়িয়ে থাকা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী ও স্থানীয় ভোটার শামসুল ইসলাম জানান, আমার বাসা থেকে কেন্দ্রে আসতে দেড় মিনেটের পথ। কিন্তু ভোটকেন্দ্র পেরিয়ে ভোটকক্ষ পর্যন্ত আসতে পারিনি সাড়ে তিন ঘন্টা পার হলো। ভোট দেয়া হবে কিনা বুঝছি না। ভেতরে কি হচ্ছে তাও তো বুঝছি না। সাইড দিয়া লোক যায় ভোট দেয়, আর আমরা ভোট দিতে পারছি না।
স্থানীয় আরেক তরুণ ভোটার রবিউল আওয়াল বলেন, ভোট কেন্দ্রের ভেতর তো খালি কিন্তু গ্যাঞ্জাম তো বাইরে। পুলিশও ঠেকাতে পারছে না।
শরিফুল ইসলাম নামের আরেক ভোটার বলছেন, কাজীপাড়ায় দাড়াইছি। সাড়ে ৯টায় দাঁড়ায়ে মাত্র কেন্দ্রের মুখে আসছি। এখনো ভেতরে যেতে পারি নাই। গেইট তো দেখতেছি বন্ধ। ঢুকতে দিচ্ছে না। ভেতরে ফাঁকা বাইরে লোক ভর্তি।
গণমাধ্যমকর্মী, পর্যবেক্ষকদেরও ঢুকতে দেয়া হয়নি ভোটকেন্দ্রটির ভেতরে। সাংবাদিক পরিচয় দিলেও ঢুকতে দেননি গেটে দাঁড়িয়ে থাকা তরুণ যুবকরা। তাদের পরিচয় জিজ্ঞেস করলেও তারা কথা বলতে অস্বীকৃতি জানান।