একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি এবং ঐক্যফ্রন্টের প্রার্থীরা শপথ না নিলে তারা জনগণের রায়কে অবজ্ঞা করবেন। এটা করা উচিত হবে না।
বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার (২ জানুয়ারি) বিকেলে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আগামীকাল বৃহস্পতিবার (০৩ জানুয়ারি) সকাল ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর শপথ বাক্য পাঠ করানোর কথা রয়েছে।
বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের কমিশন সচিবালয়ে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানান, সংসদ সদস্যদের শপথ গ্রহণের ৩০ দিনের মধ্যে সংসদ অধিবেশন বসবে। অধিবেশন
শুরুর ৯০ দিনের মধ্যে শপথ নেয়ার সুযোগ রয়েছে। এরমধ্যে কেউ যদি শপথ নিতে ব্যর্থ হয়, তাহলে ওই আসন শূন্য হবে।