অসুস্থতার কারণে বিলম্বে শপথ নেয়ার সময়ে চেয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে চিঠি দিয়েছেন সংসদ সদস্য আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম।
বুধবার স্পিকারের দপ্তর এ সংক্রান্ত একটি চিঠি পৌঁছেছে।
চিঠি পাওয়ার পর শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকদের বলেন, উনার (সৈয়দ আশরাফ) চিঠি পেয়েছি। এমনিতেই ৯০ দিন সময় উনি পাবেন। উনি দেশে ফিরে আসার পর শপথ নিতে চান।
ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ৬৮ বছর বয়সী সৈয়দ আশরাফ এখন থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন। অসুস্থতার কারণে গত ১৮ সেপ্টেম্বর সংসদ থেকে ছুটি নেন তিনি।
দেশে না থেকেও সৈয়দ আশরাফ কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-১ আসনে নৌকা প্রতীকে জয়ী হন।
আজ বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচিত এমপিরা শপথ নিয়েছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সদস্যরে মধ্যে ২৯১ জন প্রতিনিধি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। এর মধ্য দিয়ে দশম সংসদ বিলুপ্ত এবং একাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হল।
নির্বাচনের পর ১ জানুয়ারি নির্বাচিতদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে অধিবেশন ডাকতে হবে। প্রথম অধিবেশন শুরুর ৯০ দিনের মধ্যে শপথ না নিলে বা স্পিকারকে অবহিত না করলে সদস্য পদ খারিজ হবে।
সৈয়দ আশরাফুল ইসলাম দশম জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রী ছিলেন।