বিরোধী দলীয় চিফ হুইপ হলেন মশিউর রহমান রাঙ্গাঁ

একাদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দলের চিপ হুইপ হলেন জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গাঁ। পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ তাকে বিরোধী দলীয় চিফ হুইপ মনোনীত করেন।

আজ শনিবার দুপুর ১২টার দিকে এরশাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলীয় সূত্রে জানা যায়, পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের স্বাক্ষর করা এ সংক্রান্ত একটি চিঠি স্পিকার বরাবর শুক্রবার রাতে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবে। পদাধিকার বলে জাতীয় পার্টির পার্লামেন্টরি দলের সভাপতি হিসেবে আমি প্রধান
বিরোধী দলীয় নেতা এবং পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের উপ-নেতা এবং পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গাঁকে বিরোধী দলীয় চীপ হুইপ হিসেবে মনোনীত করা হলো।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে মহাজোট ২৮৮ আসনে জয়ী হয়েছে। এরমধ্যে জাতীয় পার্টির রয়েছে ২২টি আসন। মহাজোটের বিরোধী জাতীয় ঐক্যফ্রন্ট এ নির্বাচনে মাত্র ৭টি আসনে জয়ী হয়েছে।