নির্বাচনের পর সারাদেশ এখন হাসপাতালে পরিণত হয়েছে বলে মন্তব্য করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, সারাদেশে মানুষের মুখে কোনো হাসি নেই। নির্বাচন নিয়ে সবার বুকের মধ্যে কষ্ট। ক্ষমতা কি ভয়ঙ্কর, সেখানে থাকলে মানুষকে আর তখন মানুষ মনে হয় না।
আজ মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আহত যশোরের যুবদল কর্মী ফয়সালকে দেখতে এসে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ এতো বড় একটা চুরি করেছে যে তা এখন সামাল দিতে পারছে না। স্টেডিয়ামে গিয়ে জাতির কাছে তাদের মাফ চাইতে হবে।
যশোরের যুবদল কর্মী ফয়সালের শরীরের কয়েক জায়গায় ছুরিকাঘাত করা হয়েছে। তার শরীরে ৮ ব্যাগ রক্ত দিতে হয়েছে, বলেও জানান এ নেতা।
প্রসঙ্গত, গত বছরের ৩১ ডিসেম্বর যশোরের কোতয়ালীর সারথী এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হন ফয়সাল। ১ জানুয়ারি তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।