আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সেমিনার অনুষ্ঠিত
বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির উদ্যোগে আজ ৩ মে ২০১৯ শুক্রবার, সকাল ১০ টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সেমিনার কক্ষে “জঙ্গিবাদ প্রতিরোধে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার শান্তির দর্শন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যালেঞ্জের সঙ্গে দেশে জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে কাজ করছেন, শান্তির প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রী আজীবন সংগ্রাম করে যাচ্ছেন। তার দূরদর্শী নেতৃত্বে জঙ্গি ও সন্ত্রাসবাদ অনেকটা নির্মূল হয়েছে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা হয়েছিল ১৯৭৫ সালের ১৫ আগস্টে। সেদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়।
স্পিকার বলেন, বিশ্বের কোনো দেশই জঙ্গি ও সন্ত্রাসের ভয়াল গ্রাস থেকে নিজেদের নিরাপদ মনে করতে পারছে না। আমেরিকায় নাইন ইলেভেনে টুইন টাওয়ার ধ্বংস, ব্রিটেনে পার্লামেন্টে হামলা, প্যারিসের সন্ত্রাসী ঘটনা, ব্রাসেলসসহ বিভিন্ন দেশে সন্ত্রাসী ঘটনা ঘটেছে। কোনো দেশই সন্ত্রাসী ও জঙ্গি হামলার মুক্ত নয়। বিশ্বের দিকে তাকালে দেখা যায় সন্ত্রাস ও জঙ্গিবাদের ব্যাপক নেটওয়ার্ক। সেটা আরেকটি নতুন উপসর্গ যুক্ত হয়েছে প্রযুক্তি ব্যবহারের মধ্য দিয়ে এদের বিস্তার ঘটছে। তা সত্যিই উদ্বেগজনক।
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ বলেন, ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলা বিএনপি-জামায়াতের সরাসরি মদতে হয়েছিল। ওই আমলে দেশের জনগণ বাংলা ভাইয়ের মতো জঙ্গি নেতাকে দেখেছে।
বিএনপি-জামায়াত পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করছে অভিযোগ করে আওয়ামী লীগ নেতা হানিফ বলেন, এই অপশক্তি যতদিন রাজনীতিতে থাকবে, ততদিন দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের শঙ্কা থাকবে।
সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলটির প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী এমপি, অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ, নিরাপত্তা বিশ্লেষক মেজর জে. (অব) এ কে মোহাম্মদ আলী শিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয় এর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ। প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক সাইদুর রহমান খানের সভাপতিত্বে ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক এবং তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আফজাল হোসেনের তত্বাবধানে সেমিনারটি অনুষ্ঠিত হয়।