ঈদে ঘরমুখো সাধারণ মানুষ যেন ভোগান্তির শিকার না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার সকালে মহাখালীর বিআরটিএ ভবনে এক সমন্বয় সভায় তিনি এ নির্দেশ দেন।
ওবায়দুল কাদের বলেন, দুর্ঘটনা ও যানজটের কারণগুলো রাতারাতি সমাধান করা সম্ভব নয়। এক্ষেত্রে সমন্বিত ও সব পক্ষের দায়িত্বশীল আচরণ জরুরি।
এবারের ঈদে মানুষ আগের চেয়ে নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে বলেও আশা প্রকাশ করেন সেতুমন্ত্রী। তিনি বলেন, ঈদে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-টাঙ্গাইল উত্তরবঙ্গগামী মানুষের যাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।
ওবায়দুল কাদের বলেন, ‘উন্নয়ন করার পরও যদি পরিবহন যথাযথ শৃঙ্খলা মেনে না চলে, তাহলে কিন্তু রাস্তা, ব্রিজ, ফ্লাইওভার, আন্ডারপাস এসব থেকে তেমন কোনো সুফল পাওয়া যাবে না।’
এ সময় ঈদের সময় মহাসড়কে যাতে ফিটনেসবিহীন যানবাহন চলতে না পারে সে ব্যাপারে হাইওয়ে পুলিশকে নির্দেশ দেন সেতুমন্ত্রী।