সরকারের ভুল নীতি ও দুর্নীতির কারণে কৃষকদের আজ দুরাবস্থা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সরকারের দুর্নীতি ও অদূরদর্শিতার কারণে কৃষি নির্ভর বাংলাদেশের কৃষি আজ ধ্বংসের মুখে।’
আজ শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় তিনি ন্যায্য মূল্যে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় করার জন্য সরকারের প্রতি দাবি জানান।
মির্জা ফখরুল বলেন, ‘দেশের ১৬ কোটি মানুষের খাদ্যের যোগানদাতা কৃষক পরিবারের আজ খুবই নাজুক ও দুর্বিসহ অবস্থা। ধানের ন্যায্য মূল্য না পেয়ে হতাশাগ্রস্ত কৃষকরা। দেশের প্রায় ১.৫ কোটি কৃষক পরিবার আজ হতাশায় নিমর্জিত।’
তিনি বলেন, ‘কৃষকের বিক্ষোভের মধ্য দিয়ে খাদ্য শস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। দেশের কৃষককুল তাদের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য না পেয়ে বহুস্থানে ধানের জমিতে আগুন ধরিয়ে দিয়ে এবং রাস্তায় ধান ফেলে দিয়ে ক্ষোভ প্রকাশ করছে।’
এসময় তিনি কৃষকদের ন্যায্য দাবির বিষয়টি নিয়ে সরকারের একজন মন্ত্রীর (ওবায়দুল কাদের) করা বক্তব্যে তীব্র নিন্দা জানান। এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কৃষকদের এই বিক্ষোভকে ‘স্যাবোটেজ’ হিসেবে উল্লেখ করেছিলেন।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল কৃষকদের দাবির পক্ষে বেশ কিছু যৌক্তিকতা ও বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সরকারের খাদ্য গুদামের চিত্র তুলে ধরেন।
এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন।