জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ক্ষুধা-দারিদ্র্য থেকে মুক্তির পথে এগিয়ে চলেছে বাংলাদেশ।
আজ বুধবার সকালে জাপানের টোকিওতে দু’দেশের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন।
বাংলাদেশকে আগামী দিনের উদীয়মান অর্থনীতির দেশ উল্লেখ করে তিনি বলেন, ‘ক্ষুধা-দারিদ্র্য থেকে মুক্তির পথে এগিয়ে চলেছে বাংলাদেশ।’
এশিয়ার মধ্যে জাপানকে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি আয়ের উৎস হিসেবেও উল্লেখ করেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘দেশে যে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল করা হয়েছে তার মধ্যে থেকে নারায়ণগঞ্জের আড়াইহাজারেরটি জাপানি বিনিয়োগকারীদের জন্য নির্দিষ্ট করা হয়েছে।’
জাপান-বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক কীভাবে আরও দৃঢ় করা যায় সে ব্যাপারে ব্যবসায়ী নেতাদের পরামর্শও চেয়েছেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, ‘চলতি বছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার যে অবস্থানে আছে, তাতে আশা করা যায় শিগগিরই এটি দুই অংকের ঘরে পৌঁছবে।’
এর আগে গতকাল মঙ্গলবার ১২ দিনের সরকারি সফরে জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে শুরুতেই জাপান সফর করছেন প্রধানমন্ত্রী।