আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও ভোলা-১ আসনের সাংসদ তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি নির্বাচনে পরাজিত হয়েছিল। বিএনপির মধ্যে এখন অন্তর্দ্বন্দ্ব। কোন ঐক্য নাই। একেক নেতা একেক কথা বলেন। এই দলটা এখন বিলুপ্তির পথে। কতদিন এই দল টিকবে আমরা জানি না।
আজ সোমবার বেলা ১১টায় ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন পরিষদ মাঠে অসহায় দুস্থদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েলল আহমেদ এসব কথা বলেন।
এ সময় তোফায়েল আহমেদ আরও বলেন, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন। দেশের উন্নয়ন করতে পারেননি। আজকে আমরা গ্রামে গ্রামে বয়স্কভাতা, বিধবাভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধীভাতাসহ বিভিন্ন ভাতা দেই। জেলেদের জন্য চাল দেই। এখন গ্রামে কোন অভাব নেই।
ধনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোমিন টুলু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ভাইস চেয়ারম্যান মো. ইউনূছ প্রমুখ।
প্রতি বছরের মত এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত তিনদিনে ভোলা পৌর সভাসহ সদর উপজেলার ১৩টি ইউনিয়নে তোফায়েল আহমেদের পক্ষ থেকে অসহায় দুস্থদের মাঝে প্রায় ৫০ হাজার শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে।