গরিবের টাকা আওয়ামী লীগের সুবিধাভোগীদের পকেটে ঢোকাতেই এবারের বাজেট দেয়া হয়েছে। বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
আজ বুধবার (২৬ জুন) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এই অভিযোগ করেন তিনি।
আমির খসরু বলেন, ভোটাধিকারের জন্য নির্বাচনে গিয়েছিলাম। কিন্তু মধ্যরাতের ভোটের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতা দখল করা হয়েছে। এ বিপর্যয় দেশের মানুষের গণতন্ত্রের বিপর্যয়, বিএনপির নয়। নেতাকর্মীদের ইচ্ছার বিরুদ্ধে বিএনপি সংসদেও গিয়েছে গণতন্ত্রের স্বার্থে। গণতন্ত্রকে এগিয়ে এই মুহূর্তে খালেদা জিয়ার মুক্তি অপরিহার্য।
তিনি বলেন, বাজেট নিয়ে গরীবের টাকা লুটপাট করে বড়লোকদের বিতরণ করার প্রক্রিয়া করা হয়েছে। সবকিছুতে ভ্যাট বসানো হয়েছে। নীতিগতভাবে এটা অন্যায়। বিদ্যুৎ- গ্যাসের দাম বাড়তে বাড়তে নাগালের বাইরে চলে গেছে।
তিনি আরও বলেন, একদিকে ব্যাংক লুটপাট হচ্ছে, অন্যদিকে জনগণের দেয়া করের টাকা দিয়ে সেটা কাভার করা হচ্ছে। বর্তমান সংকট থেকে বের হতে হলে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।