চিকিৎসকের প্রত্যাশা অনুযায়ী শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে না জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এরশাদের সর্বশেষ শারীরিক অবস্থা জানাতে এক ব্রিফিংয়ে একথা বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
তিনি বলেন, ‘গত তিন দিন ধরে সাবেক রাষ্ট্রপতি, সংসদে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে।’
জিএম কাদের বলেন, ‘চিকিৎসকদের প্রত্যাশা অনুযায়ী শারীরিক উন্নতি হচ্ছেনা হুসেইন মুহম্মদ এরশাদের। তবে সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকরা তাকে বিশ্বমানের চিকিৎসা দিয়ে যাচ্ছেন।’
তিনি বলেন, ‘সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকরা দেশি-বিদেশি বিশেষজ্ঞের সাথে আলাপ-আলোচনা করেই পল্লীবন্ধুর চিকিৎসা দিচ্ছেন। সিএমএইচ এর চিকিৎসকরা মনে করলেই তাকে বিদেশ নেয়া হবে অথবা বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ডাকা হবে।’
ব্রিফিংয়ে জিএম কাদের বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের ফুসফুসের সংক্রমণ প্রত্যাশা অনুযায়ী কমছে না। প্রয়োজন অনুযায়ী কিডনী কাজ করছেনা। এ কারণে তার শরীরে কিছুটা পানি জমেছে। কিন্তু সিএমএইচের বিশেষজ্ঞ চিকিৎসকরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে চিকিৎসা দিতে। তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।
শুক্রবার দেশের সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডাসহ ধর্মীয় প্রতিষ্ঠানে হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করতে দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
এসময় প্রেসিডিয়াম সদস্য- সুনীল শুভ রায়, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, আলমগীর সিকদার লোটন, উপদেষ্টা-ড. মো. নুরুল আজাহার, সম্পাদক মন্ডলীর সদস্য- মো. বেলাল হোসেন, মঞ্জুরুল হক, এম.এ. রাজ্জাক খান, জাকির হোসেন মিলন, কেন্দ্রীয় নেতা- অ্যাডভোকেট তৈয়ব, আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
৮৯ বছর বয়সী এরশাদ বছরখানেক ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিন দফায় সিঙ্গাপুরে চিকিৎসা নেন। ভোটের প্রচারে নামতে পারেননি জাপাপ্রধান। নির্বাচনের পর শপথ নিতে হুইলচেয়ারে সংসদে যান।
আট মাস ধরে রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায়নি তাকে। গত ৪ মে জি এম কাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে তার হাতে জাপার দায়িত্ব তুলে দেন এরশাদ। এর আগে স্ত্রী রওশন এরশাদকে করেন বিরোধীদলীয় উপনেতা।