গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, অনৈতিক ভাবে গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে সারাদেশের মানুষ ক্ষুদ্ধ তাই গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজকের এ হরতালে সারা দেশের মানুষের সমর্থন রয়েছে।
রবিবার (৭ জুলাই) রাজধানীর পুরানা পল্টন মোড়ে হরতাল চলাকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, রাজনৈতিকভাবে সরকার ভয় ভীতি দেখাচ্ছে যার কারণে সাধারণ মানুষ রাস্তায় না এলেও যার যার স্থান থেকে তারা নৈতিক ভাবে আমারদের সমর্থন জানাচ্ছে। আমরা আজকের এই হরতালের মধ্য দিয়ে সরকারের এই সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানাচ্ছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, প্রয়োজনে আমরা আরও বড় আন্দোলনে যাব।
তিনি আরও বলেন, ইতিমধ্যেই আমাদের এই হরতালে সরকার বাধা দিচ্ছে। চাঁদপুর, ময়মনসিংহসহ বিভিন্ন জেলায় আমাদের নেতা কর্মীদের গ্রেফতার এবং পার্টি অফিসে তল্লাশি চালিয়েছে পুলিশ। এরই মধ্য দিয়ে সরকার আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দিচ্ছে। হরতালের সময় বাড়ার সঙ্গে আমরা আরও খবর পাবো।
আমাদের আন্দোলন আদায় না হওয়া পর্যন্ত সভা সমাবেজ, মিছিল করার পাশাপাশি প্রয়োজনে জালানি মন্ত্রণালয় ঘেরাও করবো। আমরা সরকারের এই অনৈতিক সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য করবো।