ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার কিছু কিছু ক্ষেত্রে উন্নতি হলেও তিনি এখনও শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন তার ভাই ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।
রবিবার (৭ জুলাই) দুপুরে রাজধানীর বনানীতে পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা জানান।
জিএম কাদের বলেন, ‘রবিবার সকাল ১১টায় হুসেইন মুহম্মদ এরশাদকে সম্মিলিত সামরিক হাসপাতালে দেখে এসেছি। উনি তখন ঘুমাচ্ছিলেন, তবে খারাপ লেগেছে ওনার মুখের ভেতরে কতগুলো পাইপ দেখে।’
তিনি বলেন, ‘মনে হচ্ছিল অনেকদিন পর উনি শান্তিতে ঘুমাচ্ছেন। ডাক্তার আমাকে বলেছে, উনি এখনও শঙ্কামুক্ত নন। তবে কিছু কিছু ক্ষেত্রে সামান্য উন্নতি হয়েছে।’
এরশাদের লাইফ সাপোর্ট বহাল রয়েছে জানিয়ে জিএম কাদের বলেন, ‘সকালে যখন দেখেছি তখন ওনার ডায়ালাইসিস চলছিল হেমো ডায়াফিল্টারিং মেশিন দিয়ে। এই মেশিনটি সম্ভবত বাংলাদেশে শুধু সিএমএইচ হাসপাতালে রয়েছে।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, এস এম ফয়সল চিশতী, মেজর (অব.) খালেদ আক্তার, রেজাউল ইসলাম ভুইয়া, আলমগীর শিকদার লোটন, নুরুল ইসলাম নুরু প্রমুখ।
৯০ বছর বয়সী সংসদীয় বিরোধী দলীয় নেতার বস্থা সংকটাপন্ন হলে গত বুধবার (২৬ জুন) সকাল ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সাবেক রাষ্ট্রপতি এরশাদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন। কয়েক মাস ধরে হাসপাতাল ও বাসার মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়ে তাঁর জীবন।