দলের ও দলীয় সহযোগী সংগঠনগুলোর ২৮ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া প্রত্যেকেই বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতা।
খোঁজ নিয়ে জানা গেছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন সময় তাদের বহিষ্কার করা হয়েছিল।
পরে তারা বহিষ্কারাদেশ প্রত্যাহারের আবেদন করলে তা বিবেচনায় নেয় বিএনপি।
ফিরিয়ে দেয়া হয় দলের সদস্যপদ।
সোমবার রাতে দলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ওই নেতাদের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।