মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের তাদের নিজ দেশে যত দ্রুত সম্ভব ফিরিয়ে দেওয়া যাবে, ততই মঙ্গল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার সকালে রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে জলবায়ু অভিযোজন সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে এ কথা জনান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘তাদের (রোহিঙ্গা) আশ্রয় দেওয়ার কারণে এই অঞ্চলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। তাদের যত দ্রুত মিয়ানমারে ফিরিয়ে দেওয়া সম্ভব হবে ততই মঙ্গল।’ এ ব্যাপারে বিশ্বনেতাদের সাহায্য কামনা করেন শেখ হাসিনা।
উপকূলীয় অঞ্চলে সবুজ বেষ্টনী গড়ে তোলা হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আগামী পাঁচ বছরে দেশে ২২ থেকে ২৪ ভাগ অঞ্চল আমরা বনায়ন সৃষ্টি করতে চাই। কারণ, এ গ্রীন বেল্ট উপকূলীয় অঞ্চলে করলে এটা জলোচ্ছ্বাস থেকে আমাদের এ অঞ্চলগুলোকে রক্ষা করবে।’