কারান্তরীণ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দুটি পথ বাতলে দিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
তিনি বলেন, ‘খালেদা জিয়া দুর্নীতি মামলায় কারাগারে। তাঁর মুক্তির একমাত্র পথ আইনি প্রক্রিয়া। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাঁকে মুক্ত করা যেতে পারে। আরেকটি পথ আছে। সেটি হচ্ছে- মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা। এর বাইরে আর কোনও পথ খোলা নেই।’
বুধবার (১৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘কারাবন্দি দিবস’ উপলক্ষে এ সভার আয়োজন করে ‘স্বপ্ন ফাউন্ডেশন’ নামের একটি সংগঠন।
খালেদা জিয়াকে মুক্ত করতে বিএনপি যে আন্দোলনের কথা বলছে সেই বিষয়টি তুলে ধরে হানিফ বলেন, ‘আন্দোলন সংগ্রামের হুমকি আওয়ামী লীগকে দিয়ে লাভ নেই। আওয়ামী লীগের জন্মই হয়েছিলো পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন করে। অতএব আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনের হুমকি হাস্যকর।’
বাংলাদেশের উন্নয়ন, অগ্রযাত্রাকে থামিয়ে দিতে তৎকালীন এক-এগারোতে শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়েছিলো উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘২০০৮ সালে বিপুল ম্যান্ডেড নিয়ে দেশরত্ন শেখ হাসিনা ক্ষমতায় আসলেন। এই মান্ডেডের মাধ্যমে প্রমাণ হয়েছিল, জনগণের আস্থা কোথায় ছিলো এবং শেখ হাসিনাকে গ্রেফতার করা চরম অন্যায় ছিলো, ভুল সিদ্ধান্ত ছিলো, ষড়যন্ত্রের অংশ ছিলো।’
শেখ হাসিনাকে গ্রেফতারের সঙ্গে সংশ্লিষ্টদের বিচারের দাবি জানিয়ে হানিফ আরও বলেন, ‘তদন্তের মাধ্যমে এইসব অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।’
আয়োজক সংগঠনের সভাপতি রিয়াজউদ্দিন রিয়াজের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. দিপু মনি, আওয়ামী লীগের উপদেষ্টা খন্দকার বজলুল হক ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।