চেয়ারম্যান হিসেবে তাকে রওশন এরশাদ মানেন না বলে যে বিবৃতি এসেছে তা বিশ্বাসযোগ্য নয় মনে করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তার দাবি, জাপায় কোনো বিভেদ নেই। সবাই ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক কর্মকা- চালিয়ে যাচ্ছেন। নেতৃত্ব নিয়েও কোনো দ্বন্দ্ব নেই।
মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানী কার্যালয়ে সংবাদিকদের সঙ্গে আলাপে কাদের বলেন, রওশন এরশাদের পক্ষে যে বিবৃতি এসেছে তা হাতে লেখা ও কাঁচা। এটা বিশ্বাস ও গ্রহণযোগ্য নয়। এর আগে জি এম কাদেরের চেয়ারম্যান পদ নিয়ে আপত্তি জানিয়ে বিবৃতি দেন জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদ।
এতে রওশন বলেন, সম্প্রতি তিনি বিভিন্ন সংবাদমাধ্যম থেকে জানতে পেরেছেন, জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদেরকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়েছে। তার দাবি, এ নিয়ে আদৌ কোনো যথাযথ ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত গৃহীত হয়নি।
বিবৃতিতে নয় জন নেতার নাম উল্লেখ করা হয় যারা রওশনপন্থি বলে পরিচিত।