রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে মারাত্মকভাবে ডেঙ্গু ছড়িয়ে পড়ায় স্বাস্থ্য বিভাগের সব পর্যায়ের চিকিৎসক, নার্সসহ প্রশাসনের অন্য কর্মকর্তা-কর্মচারীর পবিত্র ঈদুল আজহার ছুটি বাতিল করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ডেঙ্গু ও গুজব সংক্রান্ত বৈঠক শেষে এসব কথা জানান মন্ত্রিপরিষদ বিভাগের (সমন্বয় ও সংস্কার) ভারপ্রাপ্ত সচিব শেখ মুজিবুর রহমান।
ডেঙ্গু রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
সচিব বলেন,গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮৪৭ জন। আর এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৬৩৭ জন। হাসপাতালে এখনো ভর্তি আছেন ৩ হাজার ৮৪৭। ছাড়পত্র নিয়েছেন ৯ হাজার ৭৪০ জন এবং এখন পর্যন্ত ৮ জন মারা গেছেন বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।