ডেঙ্গু প্রতিরোধে দুই মেয়র ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। ৩০ জুলাই মঙ্গলবার রাজধানীর ঢাকা শিশু হাসপাতাল পরিদর্শনকালে এমন মন্তব্য করেছেন তিনি।
এ সময় নাসিম বলেন, ‘প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। আমরা একটা বিপর্যয়কর অবস্থার মধ্যে আছি ডেঙ্গু নিয়ে। আল্লাহর কাছে দোয়া করি, যেন এ অবস্থা থেকে মুক্তি পাই।’ দুই মেয়রের ব্যর্থতা প্রসঙ্গে সাবেক এই মন্ত্রী বলেন, ‘সিটি কর্পোরেশনের যে দায়িত্ব ছিল, তারা সেভাবে সেই দায়িত্ব পালন করতে পারেনি, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। তবে এখন তাদের পদত্যাগ দাবি করলে তো কোনো সমাধান হবে না। এ বিপর্যয় উত্তরণে যার যার যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করতে হবে।’
এ সময় মোহাম্মদ নাসিমের সঙ্গে আরও উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এবং সিরাজগঞ্জ-৩ আসনের এমপি ও ঢাকা শিশু হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. আব্দুল আজিজ এবং ঢাকা শিশু হাসপাতালের শিশু, পুষ্টি, লিভার ও পরিপাকতন্ত্র বিভাগের প্রধান অধ্যাপক ডা. সৈয়দ সফি আহমেদ মুয়াজ।