চিকিৎসকদের ১০০ টাকায় ডেঙ্গু পরীক্ষা করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার (৩১ জুলাই) সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রম অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
গরীব মানুষের পক্ষে ৫০০-১০০০ টাকা দিয়ে ডেঙ্গু রোগের চিকিৎসা করা সম্ভব নয় বলে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘চিকিৎসকদের কাছে আহ্বান জানাব, আজকে ডেঙ্গুর পরীক্ষা নামমাত্র ১০০ টাকা নিয়ে আপনারা পরীক্ষার কাজ করবেন।’
এ সময় বিনামূল্যে ডেঙ্গুর পরীক্ষা করতে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ও বিএমএ’কে আহ্বান জানান সেতুমন্ত্রী।
ডেঙ্গুকে চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ডেঙ্গুর বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়েছে। সবাইকে সঙ্গে নিয়ে এটি মোকাবিলা করা হবে।