আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪-দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় শুধু সিটি করপোরেশন নয়, সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে। ডেঙ্গু নিয়ে রাজনীতি করার সময় এখন নয়। এডিস মশা ধ্বংস করার কাজে সবাইকে এগিয়ে আসতে হবে। আপনাদের কাছে অনুরোধ, স্কুল-কলেজ, আপনাদের বাসাবাড়ি, যেখানে কাজ করেন সে জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন।
বুধবার রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে মশক নিধন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও ১৪-দলের উদ্যোগে এই ডেঙ্গুবিরোধী জনসচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শেখ সহিদুল ইসলাম প্রমুখ।