বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলন এবং আইনি প্রক্রিয়ায় পথ না দেখে বিএনপি ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
শনিবার (১৭ আগস্ট) রাজধানীর মানিক মিয়া এভিনিউতে স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে এ মানববন্ধন করা হয়।
মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘বাংলাদেশে বিএনপির হাত ধরে জঙ্গিবাদের উত্থান হয়েছে। আজও দেশের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র নিয়ে এই বিএনপি নামক অপশক্তি তৎপর রয়েছে। জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া ও তাঁর পুত্র তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবার পাকিস্তানের ধারায় ফিরিয়ে নেয়ার জন্য ষড়যন্ত্র করা হয়েছে’।
তিনি বলেন, বিএনপির মদদে ২০০৪ সালের ২১ আগস্ট এবং ২০০৫ সালের ১৭ই আগস্ট ন্যাক্কারজনক এই সিরিজ বোমা হামলার পৃষ্ঠপোষকতা করে ছিল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই।
মানববন্ধনে সভাপতিত্ব করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাউসার।