বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরাপত্তাহীনতার যে অভিযোগ করেছেন তার জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সাউথ এশিয়ায় বাংলাদেশের বিরোধীদল সব চেয়ে বেশি নিরাপত্তা ভোগ করছে।
মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যুব মহিলা লীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন: এই দেশে বিরোধীদল যে নিরাপত্তার ব্যবস্থা পাচ্ছে, আমার তো মনে হয় না সাউথ এশিয়ার এত ভালো নিরাপত্তা আর কোনো দেশের আছে। আপনারা যখন যেখানে খুশি অবাধে যাচ্ছেন, বক্তব্য দিচ্ছেন; সরকারকে-প্রধানমন্ত্রীকে অশ্রাব্য ভাষায় কথাবার্তা বলছেন, সেখানে আপনাদের এই ধরনের বক্তব্য কতটা গ্রহণযোগ্য, তা বিচারের ভার দেশবাসীর হাতে ছেড়ে দিয়ে যাচ্ছি।
বাংলাদেশের রাজনীতিতে অমানিশা চলে বলে বিএনপির পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে তার জবাবে তিনি বলেন: বাংলাদেশের রাজনীতিতে যদি অমানিশা চলে তাহলে আমি বলব বিএনপি’র রাজনীতিতে অমানিশা চলছে। তারা এখন দিশেহারা পথিকের মতো ছুটে বেড়াচ্ছে।
‘‘তারপরও কাউকে তো কোনো হুমকি দেওয়া হচ্ছে না। সভা-সমাবেশ করার জন্য কোন প্রকার হুমকি সৃষ্টি করছে না সরকার।’’
রোহিঙ্গা ইস্যুতে আজও কথা বলেন আওয়ামী সাধারণ সম্পাদক। বলেন: যারাই রোহিঙ্গা ইস্যুতে পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করছে; তাদের ওপর নজর রাখছে সরকার। যথাসময়ে ব্যবস্থা নেওয়া হবে।
‘‘রোহিঙ্গারা কোনো দিন যাবে না বাংলাদেশ থেকে; এ ধরনের বক্তব্য যারা রাখছেন তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশ কি প্যালেস্টাইন হয়ে যাচ্ছে? এটা সম্পূর্ণ অবাস্তব বক্তব্য, এটা নিয়ে ব্যাখ্যা দেওয়ার কোনো বিষয় নেই। রোহিঙ্গারা নিজ ভূমিতে পরবাসী। এখন তারা আমাদের এখানে আছে, তারা যাতে তাদের ভূমিতে ফিরে যেতে পারে সে ব্যাপারে আমরা কাজ করছি।’’