গণতন্ত্রের মা, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির মানববন্ধন চলছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত পূর্বঘোষিত এ কর্মসূচি শুরু হয়। শুরুতেই এক এক করে দলের নেতারা বক্তব্য রাখছেন।
এদিকে মানববন্ধন কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলে দলে নেতাকর্মীরা প্রেসক্লাবের দিকে আসতে শুরু করেন। তাদের অনেকের হাতে ফেস্টুন প্ল্যাকার্ড দেখা যায়।
এসময় নেতাকর্মীরা বেগম জিয়ার মুক্তির দাবিতে ‘এক দফা এক দাবি, দেশনেত্রীর মুক্তি চাই দিতে হবে’, জেলের তালা ভাঙবো খালেদা জিয়াকে আনবো’, ‘আমার নেত্রী আমার মা বন্দি থাকতে দেবো না’ এসব শ্লোগানে প্রেসক্লাব অঙ্গন প্রকম্পিক করে তোলেন।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত আছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ভাইস চেয়ারম্যান ডা, এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব।
এছাড়াও আছেন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কৃষকদরের সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন ও কেন্দ্রীয় কৃষক দলের সদস্য মাইনুল ইসলাম প্রমুখ।