ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ ব্যাংক এসোসিয়েশনের বোর্ড মেম্বার নির্বাচিত হয়েছেন সমবায় ব্যাংকের চেয়ারম্যান এবং যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি।
গত ১২ অক্টোবর রুয়ান্ডায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ ব্যাংক অ্যাসোসিয়েশনের সভায় তিনি বোর্ড মেম্বার নির্বাচিত হন। উক্ত সভায় বিভিন্ন দেশের মোট ৮০ জন সদস্যের প্রত্যক্ষ ভোটে একজন সভাপতি, একজন সহ-সভাপতি ও ৬ জন বোর্ড মেম্বার নির্বাচিত হয়েছেন। বাংলাদেশের কেউ প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ ব্যাংক অ্যাসোসিয়েশনের এই সম্মানজনক পদে নির্বাচিত হলেন। প্রসঙ্গত ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হওয়া সমবায় ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বে আছেন যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি।